চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

বোয়ালখালীতে মাইক্রোবাস-রিকশার সংঘর্ষে প্রাণ গেল নারীর

বোয়ালখালী সংবাদদাতা

১১ মার্চ, ২০২৪ | ১১:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীর আরাকান সড়কে মাইক্রোবাসের সাথে রিকশার সংর্ঘষে আহত জিসা আকতার (১৯) নামে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদন্ডী ৭ নম্বর ওয়ার্ডের মো. দিদারের স্ত্রী।

 

রবিবার (১০ মার্চ) রাত সাড়ে ৯টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

স্থানীয়রা জানান, জিসার এক বছর বয়সী আদ্রিসা নামের সন্তান রয়েছে। দুর্ঘটনায় মেয়েটি মা হারা হয়ে গেল।

 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জিসার স্বামী মো. দিদার বলেন, গতকাল রবিবার পৌনে ৮টার দিকে উপজেলার আরাকান সড়কের রায়খালী পোল এলাকায় একটি মাইক্রোবাস আমাদের রিকশাকে মুখোমুখি ধাক্কা দিলে জিসাসহ আমরা ছিটকে পড়ি। এসময় গাড়িটির চাকা জিসার ওপর দিয়ে চলে যায়। এতে জিসা মাথায় গুরুতর আঘাত পেয়েছে। এছাড়া চাকায় পিষ্ট হয়ে তার হাত ও পা থেঁতলে গিয়েছিল।

 

তিনি জানান, জিসাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রেফার করেন। রাত সাড়ে ৯টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে জিসাকে ভর্তি করলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ সোমবার (১১ মার্চ) সকাল ১০টায় নামাযে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট