চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

ঈদগাঁও উপজেলার ৫ ইউপি নির্বাচন ২৮ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক

১০ মার্চ, ২০২৪ | ৯:৫৮ অপরাহ্ণ

কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণের দিনক্ষণ ঠিক করেছে নির্বাচন কমিশন।

 

রবিবার (১০ মার্চ) ২৮ এপ্রিল ভোটগ্রহণের দিন রেখে তফসিল ঘোষণা করা হয়েছে।

 

পাঁচ ইউনিয়ন হল- ইসলামপুর, ইসলামাবাদ, জালালাবাদ, ঈদগাঁও এবং পোকখালী। এছাড়া একইসঙ্গে আরো ১৭ ইউপিতে ভোটগ্রহণ হবে দেশের বিভিন্ন স্থানে।

 

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ মার্চ, মনোনয়নপত্র বাছাই ১ এপ্রিল, আপিল দায়েরের সময় ২ থেকে ৪ এপ্রিল, আপিল নিষ্পত্তি ৫ থেকে ৭ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৮ এপ্রিল। আর প্রতীক বরাদ্দ ৯ এপ্রিল এবং ভোটগ্রহণ ২৮ এপ্রিল।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট