চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার অভিযানে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী নেজামকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৯ মার্চ) রাত ১১টায় রাহাত্তারপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির। তিনি বলেন, মাদক ব্যবসায়ী নেজামকে ২ কেজি গাঁজা ও গাঁজা বিক্রির ১’শ টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় মাদক মামলাসহ মোট ৬টিরও বেশি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ