চট্টগ্রাম বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

হাটহাজারীতে আগুনে পুড়ল দুই দোকান

হাটহাজারী সংবাদদাতা

১০ মার্চ, ২০২৪ | ১২:২৬ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার চিকনদন্ডি ইউনিয়নের মিস্ত্রি ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তদের দাবি, এ ঘটনায় তাদের আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা ওই এলাকার নুরুল আলমের ফার্নিচারের দোকান এবং বাছা মিয়ার চায়ের স্টলে ছড়িয়ে পড়ে।

 

খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় ওই দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেলেও দ্রুত ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় আশেপাশের আরো অনেক দোকানঘর আগুনের থেকে রক্ষা পায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তারা।

হাটহাজারী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুল মান্নান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় আশেপাশের অনেক দোকান আগুন থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট