চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

বাবার মৃত্যুতে শূন্য পদে ছেলে মেম্বার নির্বাচিত

কুতুবদিয়া সংবাদদাতা

৯ মার্চ, ২০২৪ | ১০:৩১ অপরাহ্ণ

কক্সবাজারের কুতুবদিয়ায় উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে বাবার মৃত্যুতে ওই আসনটি শূন্য হওয়ায় অনুষ্ঠিতব্য উপ-নির্বাচনে ছেলে সদস্য নির্বাচিত হয়েছেন।

 

শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ওই ইউনিয়নের তেলিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ছয়টি বুথে ভোটগ্রহণ চলে।

 

কেন্দ্রে ভোট গণনার পর বেসরকারি ফলাফলে তালার প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন মোট এক হাজার ৫৬ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রার্থী মো. বোরহান উদ্দিন টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ৬৩৮ ভোট।

 

স্থানীয় নির্বাচন অফিস সূত্রে জানায়, ওই ওয়ার্ডে মোট ভোটার ছিল ২ হাজার ৫৬১ জন। এতে মোট ১ হাজার ৭১৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানা গেছে।

 

এদিকে ভোট গ্রহণ শেষে বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এই নির্বাচনী ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. নুরুল ইসলাম।

 

 

পূর্বকোণ/সুজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট