চট্টগ্রাম বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

বাঁশখালীতে গাড়ির গ্যারেজে সিলিন্ডার বিস্ফোরণ, আহত ১২

বাঁশখালী সংবাদদাতা

৭ মার্চ, ২০২৪ | ৩:১০ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মোশারফ আলি হাটে গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১২ জন গুরুতর আহত হয়েছেন। আগুনে গ্যারেজের সব মালামাল পুড়ে গেছে। এতে ২০ লাখ টাকার ক্ষতি হয়।

 

বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০ টায় উপজেলার বাহারচড়া ইউনিয়নের মোশাররফ আলী মিয়া বাজারে পশ্চিমকুল এলাকায় বেলালের গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডের সঙ্গে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতরা হলেন- ইলশা গ্রামের মোহাম্মদ ইসমাইলের ছেলে মোহাম্মদ শাকিল (১৭), ডোংরা গ্রামের মুজিবুর রহমানের ছেলে নয়ন ইসলাম (২৩), পশ্চিম হিলশাদিলু রহমানের ছেলে সাদেক হোসেন (৩৮), কাতারিয়া বরাতলী গ্রামের রফিক আহমেদের ছেলে আবু তালেব (৪০), খানখানাবাদ কদমবুসল গ্রামেরসিরাজ মেয়ের ছেলে মোহাম্মদ রাজিব (২৮), চাপাছড়ি গ্রামের মো. শাহ আলমের ছেলে আব্দুল গফুর (৪০), ফটিকছড়ি উপজেলার দাঁতমারা অলি আহমদের ছেলে মো. অহিদ (৪০), চাপাছড়ি গ্রামের শাহ আলমের ছেলে আব্দুল গফুর (৪০), চাপাছড়ি গ্রামের শফিক আহমদের ছেলে শাহ আলম (৭০), পশ্চিম ইলশা গ্রামের মীর আহম্মদের ছেলে মেহেদী হাসান ওমর (১৫), একই এলাকার রাফসান (১৫) ও মফিজুর রহমান (৫৪)।

 

বাহারছড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) তানভীর হোসেন বলেন, সকালে বেলালের গ্যারেজে কাজ করার সময় ওয়ারিংয়ের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। পরে সেখানে থাকা একটি গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ হয়ে ১১ জন আহত হয়। আহতদের বেসরকারি আধুনিক হাসপাতাল, মা ও শিশু হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

 

বাহারছড়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ বলেন, বাঁশখালী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ১০-১২ জন আহত হয়েছে। আগুনে একটি গ্যারেজের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার মতো ক্ষতি হয়েছে।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট