চট্টগ্রাম বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

হাটহাজারীতে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

হাটহাজারী সংবাদদাতা

৬ মার্চ, ২০২৪ | ৪:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারী পৌরসদরে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জারিয়া ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়েছে। এ সময় বিভিন্ন অব্যবস্থাপনার কারণে ওই ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

বুধবার (৬ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামানের নেতৃত্বে পৌরসদরের আজিম পাড়া সড়কের উত্তর পার্শ্বে জারিয়া ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযান পরিচালনার সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রশ্নি চাকমা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মশিউর জামান বলেন, জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার স্বার্থে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নিয়মিত এই ধরনের অভিযান পরিচালনা করা হয়।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট