চট্টগ্রাম বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

খাগড়াছড়িতে কিশোরীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

৫ মার্চ, ২০২৪ | ১:৩৯ অপরাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়ন থেকে সালমা আক্তার (১৪) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। কিশোরী সালমা আক্তার মেরুং ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা মো. সোবাহানের মেয়ে বলে জানিয়েছে পুলিশ।

 

সোমবার (৪ মার্চ) মধ্যরাত আড়াইটার দিকে মেরুং ইউনিয়নের রশিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে কিশোরীর লাশ উদ্ধার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হক। তিনি জানান, লাশ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। কিশোরীর গলায় গামছা পেঁচানো ও গামছায় কয়েকটি গিট দেয়া অবস্থায় দেখা যায়। তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট