চট্টগ্রাম বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

কাপ্তাইয়ে অগ্নিকাণ্ডে অটোচালকের বসতঘর পুড়ে ছাই

কাপ্তাই সংবাদদাতা

৪ মার্চ, ২০২৪ | ৭:৪৪ অপরাহ্ণ

কাপ্তাইয়ে চন্দ্রঘোনার ফকিরাঘোনা এলাকায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে মো. দুলাল (৪২) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালকের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

 

সোমবার (৪ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

 

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, রান্না ঘরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে এই আগুনের সূত্রপাত ঘটে। এতে লোকজন প্রাণে রক্ষা পেলেও বসতবাড়িতে থাকা নগদ টাকাসহ সকল আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করে চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। আগুন লাগার পর প্রতিবেশিদের চেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত পরিবারকে পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। পরবর্তীতে আরও সাহায্য করা হবে।

 

 

পূর্বকোণ/কবির/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট