চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

সড়ক দুর্ঘটনায় অভিনেত্রী-গায়কসহ ৯ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

২৭ ফেব্রুয়ারি, ২০২৪ | ৭:৫৭ অপরাহ্ণ

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ভোজপুরি অভিনেত্রী আঁচল তিওয়ারি, গায়ক ছোটু পাণ্ডে মারা গেছেন। সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিহারের কাইমুরে এ ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় মোট নয়জন নিহত হয়েছেন। এর মধ্যে ভোজপুরি সিনেমার আরো ৪ জন উঠতি অভিনয়শিল্পী রয়েছেন। ইন্ডিয়া টিভি এ খবর প্রকাশ করেছে।

 

পুলিশ জানিয়েছে, একটি ট্রাক, এসইউভি গাড়ি ও মোটরসাইকেলে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় মারা যান ভোজপুরি গায়ক ছোটু পাণ্ডেসহ ৯ জন। এ দুর্ঘটনায়ই মৃত্যু হয়েছে অভিনেত্রী সিমরান শ্রীবাস্তবারও।

 

পাঞ্জাব কেশারির এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত রবিবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনাটি দেবকালির কাছে অবস্থিত জিটি রোডে ঘটেছে, এটি মোহনিয়া থানাধীন।

 

মোহনিয়ার ডিএসপি দিলীপ কুমার জানিয়েছেন, সোমবার মৃতদেহ শনাক্ত করা হয়েছে। মৃতদের মাঝে ভোজপুরি গায়ক বিমলেশ পাণ্ডে ওরফে ছোটু পাণ্ডে রয়েছেন। অন্যদের মধ্যে রয়েছেন- আঁচল তিওয়ারি, সিমরান শ্রীবাস্তবা, প্রকাশ রাম, দাধিবল সিং, অনু পাণ্ডে, শশী পাণ্ডে, সত্য প্রকাশ মিশ্রা, বাগিশ পাণ্ডে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট