চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী আস্করিয়া পাড়ায় ব্যবসায়ী মো. জসিম কোম্পানির ১৮টি মাছ ধরার জাল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে আশকরিয়া পাড়ায় এই ঘটনা ঘটে।
এ ঘটনায় পুড়ে যাওয়া জালে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. জসিম।
তিনি বলেন, পূর্ব শত্রুতার জের ধরে ১৮টি মাছ ধরার জাল পুড়িয়ে দেওয়ার ঘটনায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় আইনিভাবে পদক্ষেপ গ্রহণ করা হবে।
বাঁশখালী পৌরসভার কাউন্সিলর মো. আবদুল গফুর ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত ও আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
পূর্বকোণ/পিআর/এএইচ