চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

হাটহাজারীতে টপসয়েল কাটায় লাখ টাকা জরিমানা

হাটহাজারী সংবাদদাতা

২৫ ফেব্রুয়ারি, ২০২৪ | ১:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কাটায় মহিউদ্দিন নামের একব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মহিউদ্দীন গুমানমর্দ্দন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজী আব্বাসের ছেলে।

 

শনিবার (২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে মির্জাপুর ইউনিয়নের বড়ুয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মশিউজ্জামান।

 

তিনি বলেন, কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে গুমানমর্দ্দন ইউনিয়নের বাসিন্দা মহিউদ্দীনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট