চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

সাতকানিয়ায় বাঁশ ঝোপে হাত-পা বাঁধা যুবকের লাশ

নিজস্ব সংবাদদাতা, সাতকানিয়া

২৪ ফেব্রুয়ারি, ২০২৪ | ২:০৬ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সাতকানিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বণিকপাড়া সুয়াদার ভাঙ্গার বাঁশের ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সাহাব উদ্দিন (৩৫) উপজেলার মাদার্শা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শাচি ব্যাপারীপাড়ার নুরু আহমদের ছেলে।

স্থানীয়রা জানান, মাদক সংক্রান্ত কোন বিরোধ নিয়ে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, সাহাব নামে এক যুবকের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূবকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট