চট্টগ্রাম মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

ফাইল ছবি

কর্ণফুলীতে গভীর রাতে আগুনে পুড়ল ৩ দোকান

নিজস্ব প্রতিবেদক

১৯ ফেব্রুয়ারি, ২০২৪ | ১২:১৬ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে গভীর রাতে অগ্নিকাণ্ডে পুড়ল তিন ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর মাজারের পাশে রাত দেড়টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

কর্ণফুলী মডার্ণ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার সোয়াইব হোসেন মুন্সি জানান, খবর পেয়ে কর্ণফুলী মডার্ণ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটস্থালে গিয়ে এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে একই এলাকার মৃত আবুল হোসেনের পুত্র মো. হাসান, আলী আকবর ও মো. সোহেলের দুইটি চা-দোকান ও একটি মুদি দোকান পুড়ে যায়। এতে প্রায় পাঁচ লক্ষ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও ১০ লাখ টাকার মালামাল উদ্ধার হয়েছে। আগুনের সূত্রপাত তদন্তসাপেক্ষে জানানো হবে।

 

 

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট