চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

উখিয়ায় মাইক্রোবাসের চাপায় শিশু নিহত

উখিয়া সংবাদদাতা

১৭ ফেব্রুয়ারি, ২০২৪ | ১০:১৬ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাসের চাপায় এক শিশু নিহত হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কোটবাজার-সোনারপাড়া সড়কের বাদামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত রায়হান উখিয়া জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি এলাকার আবদুর রহিমের ছেলে।

 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, শিশুটি দোকানে যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রোবাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে শিশুটি মারা যায়। চালক পালিয়ে গেছে, গাড়িটি জব্দ করা হয়েছে। এ ব্যপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট