চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে কিশোর খুন, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি, ২০২৪ | ৪:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় ছুরিকাঘাতে সাজ্জাদ (১৭) নামে এক কিশোরকে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।

 

নিহত সাজ্জাদ চান্দগাঁও থানাধীন খলিফাপাড়া এলাকার আবু সিদ্দিকের ছেলে।

গ্রেপ্তারকৃতরা হলো- মোহাম্মদ ফরহাদ প্রকাশ ফারুক (১৮) ও মোহাম্মদ শামীম হোসেন (১৭)।

 

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল পৌণে ৩টায় মৌলভীপাড়া, বাহির সিগন্যাল ও হামিদচর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির।

 

তিনি বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যায় খাজা রোডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব পরিচিত ছেলেদের সাথে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সাজ্জাদ নামে এক কিশোরকে তার পরিচিত ওয়াসিম, ফারুক, শামীসহ আরও সাত-আট জন মিলে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে চমেক হাসপাতালে নেয়া হয়। সেখানেই ভোররাত পৌনে ৪টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ শনিবার দুপুরে মৌলভীপাড়া ও বাহির সিগন্যাল এবং হামিদচর এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট