চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন চাক্তাই খাল থেকে একটি অজ্ঞাতনামা এক যুবকের (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
শনিবার (১৭ ডিসেম্বর) সকাল পৌণে ১০টায় এ মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন। তিনি পূর্বকোণকে বলেন, সকালে ফায়ার সার্ভিস মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে আমরা গিয়ে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল (চমেক) কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে- সাত-আট ঘণ্টা আগে তার মৃত্যু হয়েছে। চোখ মুখ ফুলে গেছে।
পূর্বকোণ/পিআর/এএইচ