চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

সাতকানিয়ায় অস্ত্রসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

১৭ ফেব্রুয়ারি, ২০২৪ | ১২:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় অস্ত্র মামলাসহ একাধিক মামলার আসামি তানভিরুল ইসলাম (২৫) প্রকাশ তুর্কিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা ঢেমশা ইউনিয়নের ৫ নম্বন ওয়ার্ড পুড়া মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তানভির উপজেলার ঢেমশা ইউনিয়নের মাইজ পাড়া এলাকার মোবারক ড্রাইবারের ছেলে।

 

জানা যায়, শুক্রবার বিকেলে পুড়া মসজিদ এলাকায় একটি ক্রিকেট মাঠে তুর্কিসহ বেশ কয়েকজর তার সঙ্গী ক্রিকেট খেলছিল। ওই সময় মাঠের পাশে দুইজন ব্যক্তির মাঝে ঝগড়া পরবর্তী মারামারির ঘটনা ঘটে। এর কিছুক্ষণের মধ্যে সাতকানিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে তুর্কি এবং তার সঙ্গীদের ধাওয়া করে। এসময় তুর্কিকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।

 

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউল হক চৌধুরী বলেন, তানভীরুল ইসলাম ওরফে তুর্কিকে একটি অস্ত্র ও চার রাউন্ড কার্তুজ সহ গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ইতিপূর্বেও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে এবং আজকেও পুনরায় তার বিরুদ্ধে অস্ত্র আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা হবে।

 

 

পূর্বকোণ/মুন্না/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট