চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বোয়ালখালীতে সাজাপ্রাপ্ত ১০ মামলার আসামি গ্রেপ্তার

বোয়ালখালী সংবাদদাতা

১৬ ফেব্রুয়ারি, ২০২৪ | ১১:১৭ অপরাহ্ণ

দশটি মামলায় আদালতের পরোয়ানা কাঁধে নিয়ে পালিয়ে ছিল সাজাপ্রাপ্ত আসামী পিকলু কান্তি দত্ত। অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি। পিকলু উপজেলার পূর্ব শাকপুরা গ্রামের রঞ্জিত কুমার দত্তের ছেলে।

 

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার শাকপুরা এলাকা থেকে পিকলুকে গ্রেপ্তার করে বোয়ালখালী থানা পুলিশ। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, ২০১৮ সালে বিজ্ঞ আদালতে দায়ের হওয়া এনআই অ্যাক্টের ১৩৮ ধারার ১০টি সিআর মামলায় পরোয়ানাভুক্ত ছিলেন পিকলু। এরমধ্যে একটি মামলায় তাকে এক বছরের সাজা দিয়েছেন আদালত। তাকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

পূর্বকোণ/পূজন/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট