কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন চকরিয়া থানার শেখ মোহাম্মদ আলী। সোমবার (১২ ফেব্রুয়ারি) পুলিশ সুপার কার্যালয়ে জানুয়ারি মাসের ক্রাইম কনফারেন্সে তাকে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়।
এতে জানুয়ারি মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার, ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার, ৭০ হাজার ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধারসহ কয়েকটি দুঃসাহসিক অভিযান পরিচালনা সংক্রান্ত অভিন্ন মানদণ্ডের আলোকে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ তাকে শ্রেষ্ঠ মনোনীত করা হয়েছে।
উল্লেখ্য যে, ইতিপূর্বে ডিবি, পেকুয়া ও উখিয়ায় দায়িত্ব পালনকালে ১৩ বার কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোনীত হন তিনি।
পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ