চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বোয়ালখালী সংবাদদাতা

১২ ফেব্রুয়ারি, ২০২৪ | ১০:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরের পানিতে ডুবে সৌহার্দ্য দত্ত নামে ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে শাকপুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রনজিত দত্তের বাড়ির সজীব দত্ত সেতুর ছেলে।

 

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে বাড়ির পাশে খেলার সময় পুকুরে পড়ে ডুবে যায় সৌহার্দ্য।

 

তার জেঠিমা মেনকা দত্ত বলেন, সৌহার্দ্যরা শহরে থাকে। গত ১০ ফেব্রুয়ারি তারা বাড়িতে বেড়াতে আসে। সকালে পুকুর পাড়ে খেলার সময় পুকুরের পানিতে পড়ে যায় সৌহার্দ্য। এরপর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

সৌহার্দ্য সাঁতার জানত না জানিয়ে তিনি আরও বলেন, সে নগরীর একটি বেসরকারি স্কুলে নার্সারির ছাত্র। সৌহার্দ্যের জমজ এক বোন রয়েছে।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. প্রিয়তা জানান, সকাল পৌনে ১২টার দিকে সৌহার্দ্য নামের এক শিশুকে মৃত ঘোষণা করা হয়েছে। শিশুটি মৃত নিয়ে আসা হয়েছিল। পানিতে ডুবে গিয়েছিল বলে জানিয়েছেন তার স্বজনরা।

 

পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট