চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

রুমায় কাঠবোঝাই ট্রাক উল্টে শ্রমিক নিহত

রুমা সংবাদদাতা

১১ ফেব্রুয়ারি, ২০২৪ | ৯:২৭ অপরাহ্ণ

বান্দরবানের রুমা উপজেলায় কাঠবোঝাই ট্রাক উল্টে অনিল ত্রিপুরা (২৯) নামে এক শ্রমিক নিহত এবং একই ঘটনায় আরও ২ শ্রমিক আহত হয়েছে।

 

আজ রবিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার রুমা-কেউক্রাডং সড়কের মুনলাই পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত অনিল ত্রিপুরা ২ নম্বর রুমা সদর ইউপির বৈথনি পাড়া এলাকার অহাচন্দ্র ত্রিপুরার ছেলে।

 

আহতরা হলেন, পাইন্দু ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মংসেপ্রু পাড়ার মং চথোয়াইয়ের ছেলে প্রুসাউ মার্মা (৪৮) ও রুমা সদর ইউনিয়নের থানা পাড়া বাসিন্দা এলাকার হ্লাথোয়াইপ্রু’র ছেলে নুহাইচিং মার্মা (৩৫)।

 

স্থানীয়রা জানায়, রুমা-কেওক্রাডং সড়কের কাঠবোঝাই করে দ্রুতগতিতে ইটভাটায় সরবরাহ দিতে রুমার দিকে আসার পথে মুনলাই পাড়ায় জিরা বম-চেয়ারম্যানের বাড়ির রাস্তায় গতিরোধকে জোরে ধাক্কা লাগলে গাড়িটি উল্টে যায়। এতে গাড়ির লাকড়ির উপরে বসে থাকা তিন শ্রমিক ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলে এক শ্রমিক নিহত ও দুইজন শ্রমিক আহত হয়।

 

পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল হতে তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।

 

গাড়িটির চালক ক্যপ্রুমং মারমা (৩৫) রুমা সদর ইউনিয়নের থানাপাড়ার বাসিন্দা ও গাড়ির মালিক পিপলু মারমা (৪২) রুমা বাজারের বাসিন্দা বলে জানা গেছে।

 

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহাবুবুল হক জানান, দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহতের খবর শুনে ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানা যাবে।

 

 

পূর্বকোণ/শৈহ্লাচিং/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট