চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

এমবিবিএস ভর্তি পরীক্ষায় প্রথম মুনতাকা, হতে চান কার্ডিওলজিস্ট

অনলাইন ডেস্ক

১১ ফেব্রুয়ারি, ২০২৪ | ৬:১৭ অপরাহ্ণ

২০২৩-২৪ সেশনে এমবিবিএস ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় প্রথম হয়েছেন রাজধানীর হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তানজিম মুনতাকা সর্বা। তিনি সর্বোচ্চ নম্বর ৯২ দশমিক ৫ পেয়েছেন। কঠোর অধ্যাবসায় ও নিয়মিত প্রচেষ্টার মাধ্যমে এ অবস্থানে পৌঁছেছেন তিনি।

 

রবিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে একটি ফেসবুক পেজকে দেয়া সাক্ষাৎকারে সর্বা একজন ভালো কার্ডিওলজিস্ট হতে চান বলে জানিয়েছেন।

 

এর আগে, স্বাস্থ্য অধিদপ্তরের পুরনো ভবনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন ভর্তি পরীক্ষার এ ফলাফল ঘোষণা করেন।

 

স্বাস্থ্য মন্ত্রী জানান, চলতি বছরে পাসের হার ৪৭ দশমিক ৮৩ শতাংশ। তাদের মধ্যে পুরুষ শিক্ষার্থীদের হার ৪০ দশমিক ৯৮ শতাংশ, আর নারী শিক্ষার্থীর পাসের হার ৫৯ দশমিক ২ শতাংশ।

 

উল্লেখ্য, এ বছর মোট এক লাখ চার হাজার ৩৭৪ জন ভর্তির আবেদন করেছেন। তাদের মধ্যে এক লাখ দুই হাজার ৩৬৯ জন পরীক্ষায় অংশ নেন। আর দুই হাজার ৫ জন পরীক্ষায় অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হার এক দশমিক ৯২ শতাংশ।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন