চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বোয়ালখালীতে স্কাউটস উপদল নেতা কোর্সের তাঁবু জলসা অনুষ্ঠিত

বোয়ালখালী সংবাদদাতা

১০ ফেব্রুয়ারি, ২০২৪ | ১০:৪১ অপরাহ্ণ

বাংলাদেশ স্কাউটস বোয়ালখালী উপজেলার আয়োজনে চার দিনব্যাপী উপদল নেতা প্রশিক্ষণ কোর্স-২৪ উপলক্ষে তাঁবু জলসা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত হয় গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই কোর্সের তাঁবু জলসায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এসএম বোরহান উদ্দিন।

 

তাঁবু জলসায় ফায়ার ক্যাম্প প্রজ্জ্বলিত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম।

 

এতে প্রধান শিক্ষক এসএম খসরু পারভেজের সভাপতিত্বে ও শিক্ষক প্রজীপ কুমার বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কাউটস কমিশনার প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, কামরুল হাসান, সিনিয়র শিক্ষক জানে আলম, এসএম গোলাম মোস্তাফা, হোসাইন মাহমুদ, নুরুল আকতার, মো. নুরুন্নবী, বিপ্লব কুমার শীল, নুরুল হুদা, মোছাম্মৎ ফাতেমা বেগম, মো. আবু কাইয়ুম, সুমি বড়ুয়া ও দিগন্ত নাগ।

 

এর আগে গত ৮ ফেব্রুয়ারি ১১তম ও ১২তম উপদল নেতা প্রশিক্ষণ কোর্স শুরু হয়। এতে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের ৯৪ জন শিক্ষার্থী এই কোর্সে ৮টি দলে অংশগ্রহণ করেন।

 

 

পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট