চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

ফটিকছড়িতে পিকআপ চাপায় প্রাণ গেল বাইক আরোহীর

নাজিরহাট সংবাদদাতা

৯ ফেব্রুয়ারি, ২০২৪ | ৪:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌর এলাকায় পিক-আপ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে চাপা দিয়েছে। এতে প্রাণ প্রাণ হারান মোটরসাইকেল আরোহী হাফেজ মুহাম্মদ ফয়েজ আহমেদ (৫৮) নামের একব্যক্তি। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের রশিদা পুকুরপাড় এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ফয়েজ পৌরসভার ৪নম্বর ওয়ার্ড়ের আতাউল্লাহপাড়ার মৃত ফতেহ আলী সওদাগরের ছেলে।

এ ঘটনায় দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি নাজিরহাট হাইওয়ে থানার জিম্মায় রয়েছে। ঘটনার পরপরই পালিয়েছে পিক-আপের চালক।

স্থানীয়রা জানান, বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে নাজিরহাট বাজারের দিকে যাচ্ছিলেন হাফেজ মুহাম্মদ ফয়েজ আহমেদ। ঘটনাস্থলে বিপরীত দিক হতে আসা পিক-আপটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে চাপা দেয়। এতে মারাত্মক জখন হন মোটরসাইকেল আরোহী ফয়েজ। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাজিরহাটস্থ ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে নগরীর চমেক হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

নাজিরহাট হাইওয়ে থানার দারোগা মুহাম্মদ আনিস জানান, ঘটনার পরপরই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশের জিম্মায় রয়েছে। ঘটনায় আহত ব্যক্তি নগরীর চমেক হাসপাতালে মৃত্যুবরণ করেছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট