চন্দনাইশ পৌরসভা সদরের ঐহিত্যবাহী জোয়ারা বিশ্বম্ভর চৌধুরী উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী ও প্রাক্তন শিক্ষার্থী পরিষদের পূণর্মিলনী উপলক্ষে বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষীণ করে।
র্যালীতে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, এডিশনাল পি.পি এড. মো. দেলোয়ার হোসেন, র্যালী উদযাপন পরিষদের আহবায়ক অজয় দত্ত, সদস্য সচিব অধ্যাপক নুরুল হাসান, আবদুস সবুর অপু, সাইফুল ইসলাম বাবুসহ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে ১০টি ট্রাক, ১৫টি মোটর বাইকসহ র্যালীতে বাদক দলের বাজনা ও সাউন্ড সিস্টেমে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।
শুক্রবার ( ৯ ফেব্রুয়ারি) সকাল বিদ্যালয় মাঠে হীরক জয়ন্তী ও প্রাক্তন শিক্ষার্থী পরিষদের পুণর্মিলনী অনুষ্ঠানের ১ম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ¦ নজরুল ইসলাম চৌধুরী। বিকালে ২য় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, এলডিপি’র প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক মন্ত্রী কর্ণেল (অব:) অলি আহমদ বীর বিক্রম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, প্রাক্তন শিক্ষার্থী পরিষদ ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি তিনকড়ি চক্রবর্তী। দিনব্যাপী কর্মসূচীতে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, স্মৃৃতি চারণ, প্রাক্তন শিক্ষার্থীদের আড্ডা, প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের সম্মাননা, স্মরণিকা প্রকাশ, ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
পূর্বকোণ/দেলোয়ার/আরআর