চট্টগ্রাম মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

ক্যান্সারে আক্রান্ত ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস

অনলাইন ডেস্ক

৬ ফেব্রুয়ারি, ২০২৪ | ১:০৭ অপরাহ্ণ

মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ৭৫ বছর বয়সী ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। তিনি জনসমক্ষে সব ধরনের দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বাকিংহ্যাম প্যালেস থেকে এ তথ্য জানানো হয়েছে।

বাকিংহাম প্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, চিকিৎসায় সেরে ওঠার ব্যাপারে সম্পূর্ণ আস্থা রয়েছে রাজা চার্লসের। যত দ্রুত সম্ভব আবার স্বাভাবিক দায়িত্ব পালনে ফিরবেন বলেও আশাবাদী তিনি।

প্রোস্টেটের সমস্যা নিয়ে গত মাসে হাসপাতালে তিন রাত ভর্তি ছিলেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনি। তবে তিনি কী ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, সেটি স্পষ্ট করা হয়নি।

তবে ব্রিটিশ রাজপরিবারের একটি সূত্র জানিয়েছে, রাজা চার্লসের প্রোস্টেট ক্যানসার হয়নি।

মা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ২০২২ সালের সেপ্টেম্বরে ব্রিটেনের রাজা হিসেবে অভিষেক ঘটে চার্লসের।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রাজা তৃতীয় চার্লস নিজের ক্যান্সার আক্রান্ত হওয়ার বিষয়ে দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারিকে জানিয়েছেন। তার সার্বক্ষণিক খবর রাখছেন প্রিন্স উইলিয়াম। এছাড়া প্রিন্স হ্যারি কয়েকদিনের মধ্যে বাবাকে দেখতে যুক্তরাজ্যে আসবেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন