চট্টগ্রাম সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

রাঙামাটিতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফের দুই কর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক

৪ ফেব্রুয়ারি, ২০২৪ | ৪:১২ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- আশীষ চাকমা ও দীপায়ন চাকমা।

 

আজ রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মাচালং বাজার ব্রিজপাড়ায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান অতুলাল চাকমা। তিনি জানান, ‘ইউপিডিএফ প্রসিত দলের দু’জন গুলিতে মারা গেছেন। আমি ঘটনাস্থলে আছি।’

 

নিহতের খবর নিশ্চিত করে ইউপিডিএফ মুখপাত্র অংগ্য মারমা বলেন, মাচালংয়ে আমাদের পার্টির দুইজন সদস্য মারা গেছেন। নাম-পরিচয় এখনও নিশ্চিতভাবে জানতে পারিনি। আমরা বিবৃতিতে ঘটনা তুলে ধরব।

 

রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানিয়েছেন, বাঘাইছড়ির মাচালং এলাকায় নিহতের খবর শুনেছি। কেউ বলছে একজন, কেউ বলছে দু’জন। তবে আমরা এখনও এটি নিশ্চিত হতে পারিনি।

 

উল্লেখ্য, গত বছরের ১১ ডিসেম্বর খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের অনিলপাড়ায় গুলি করে ইউপিডিএফের চার নেতাকে হত্যা করা হয়। দেড় মাসের মাথায় চলতি বছরের ২৪ জানুয়ারি জেলার মহালছড়ি উপজেলায় আরও দুজনকে হত্যা করা হয়েছিল।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট