চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

মাছ ধরতে পুকুরে নেমে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

চকরিয়া-পেকুয়া প্রতিনিধি

৩১ জানুয়ারি, ২০২৪ | ৯:৩০ অপরাহ্ণ

মাছ ধরতে পুকুরে নেমে বিদ্যুৎস্পৃষ্টে কক্সবাজারের চকরিয়ায় তৌহিদুল ইসলাম মানিক (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। এ সময় রহিম (২৪) ও হামিদ (৪০) নামে আরও দুই যুবক আহত হয়। তারা উপজেলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

 

বুধবার (৩১ জানুয়ারি) দুপুর ২টার দিকে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হালকাকারার সওদাগর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত তৌহিদুল ইসলাম মানিক একই এলাকার নুরুল কবিরের ছেলে। সে চকরিয়া সরকারি কলেজের স্নাতক প্রথমবর্ষের শিক্ষার্থী।

 

জানা গেছে, তৌহিদুল ইসলাম মানিক ও দুই বন্ধু মিলে দুপুরের দিকে নিজ পুকুরে মাছ ধরতে নামে। এ সময় পুকুরে বসানো পানির পাম্পের তারে স্পৃষ্টে তৌহিদুল অজ্ঞান হয়ে পড়ে। তাকে বাঁচাতে গিয়ে আহত হয় রহিম ও হামিদ। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মানিককে মৃত ঘোষণা করেন।

 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট