চট্টগ্রাম বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেল এসে পড়ল বাংলাদেশে

নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা

৩১ জানুয়ারি, ২০২৪ | ৪:৫৭ অপরাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মিয়ানমারের ছোড়া মর্টারশেল বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

 

বুধবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মর্টারশেল বাংলাদেশের ভেতরে এসে পড়ে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

এ তথ্য নিশ্চিত করেছেন ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আজিজ।

 

এদিকে, ঘটনার পর বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীন, নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন।

 

এ সময় জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, সীমান্তের ওপারে গতকাল মঙ্গলবার ১৮টি মর্টারশেলের আওয়াজ শুনেছেন স্থানীয়রা। এ কারণে সীমান্তে ৩৪ বিজিবির জোয়ানরা সর্বোচ্চ সতর্ক রয়েছে। এছাড়া পুলিশ, উপজেলা প্রশাসন সার্বক্ষণিক খবরা-খবর রাখছে।

 

এর আগে সোমবার ১টি মর্টার শেলের আঘাতে মাটি গর্ত হয়ে গেছে বলে জানালেন তুমব্রু পশ্চিম কুলের অধিবাসি আবদুর রহিম প্রকাশ বাহাদুল্লাহ।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট