চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

লোহাগাড়ায় অটোরিকশা-কার সংঘর্ষে নারীসহ আহত ৩

লোহাগাড়া সংবাদদাতা

২৯ জানুয়ারি, ২০২৪ | ৮:১৯ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ তিনজন আহত হয়েছেন।

 

আজ সোমবার (২৯ জানুয়ারি) বিকাল ৫টার দিকে বার আউলিয়া ডিগ্রি কলেজ গেটস্থ আরকান সড়কে এই দুর্ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন। তিনি বলেন, দুর্ঘটনাস্থল থেকে ফোন করে জানানো হয়। বটতলী স্টেশনমুখী সিএনজিচালিত অটোরিকশা ও চট্টগ্রামমুখী প্রাইভেট কারে এ সংঘর্ষ হয়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

 

আহতরা হলেন, চরম্বা ইউনিয়নের আতিয়ার পাড়ার আবদুল খালেকের ছেলে অটোচালক সেলিম (২৫), একই এলাকার আবদুল জব্বারের স্ত্রী ওয়াজ খাতুন (৭০) ও জসিম উদ্দীনের স্ত্রী দিলু আরা বেগম (৩০)।

 

আহতদের মধ্যে দিলু আরা বেগমকে স্থানীয় হাসপাতালে এবং অপর দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।

 

 

পূর্বকোণ/মনির/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট