চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

সংবর্ধনা সভায় হুইপ কমল এমপি

কক্সবাজারকে স্মার্ট শহরে উন্নীত করা হবে

রামু সংবাদদাতা

২৮ জানুয়ারি, ২০২৪ | ১০:১২ অপরাহ্ণ

কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল জাতীয় সংসদের হুইপ মনোনীত হওয়ায় কক্সবাজারে গণসংবর্ধনা দেয়া হয়েছে।

 

রবিবার (২৮ জানুয়ারি) বিকাল ৩টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

 

সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন, আগের চাইতে আরো অনেক বেশি সেবা দিয়ে যাব। আমি হুইপ বা এমপি হিসেবে নয় আমি আপনাদের কমল হয়েই থাকতে চাই।

 

তিনি বলেন, কক্সবাজারে ভূমিহীনদের ভূমি বন্দোবস্ত, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ককে ছয় লেইনে উন্নীতকরণ, কক্সবাজারে পাতাল সড়কসহ সকল সড়ককে আধুনিকীকরণ করে সম্মিলিত প্রচেষ্টায় কক্সবাজারকে স্মার্ট শহরে পরিণত করার উদ্যোগ নেয়া হবে।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, দীর্ঘসময় ধরে কক্সবাজারের মানুষ এ সম্মানের জন্য অপেক্ষায় ছিল। আজ প্রধানমন্ত্রী আমাদের প্রিয় কমলকে হুইপ নিযুক্ত করে কক্সবাজারবাসীকে ধন্য করায় আমরা মহান স্রষ্টার প্রতি শুকরিয়া জ্ঞাপন করি। তিনি বঙ্গবন্ধু কন্যার প্রতি কৃতজ্ঞতা জানান।

 

কক্সবাজার পৌরসভার মেয়র জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, কক্সবাজার জেলা দায়রা জজ আদালতের পিপি এডভোকেট ফরিদুল আলম, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রনজিত দাশ, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের, জেলা তাতী লীগের সভাপতি আরিফুল মওলা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ সদস্য মাহমুদুল করিম মাদু, চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান চৌধুরী, খুরুশকুল ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান ছিদ্দিকী, জেলা শ্রমিক লীগের সভাপতি শফি উল্লাহ আনসারি, সদর উপজেলা যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দিন পুতু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি আবদুর রহমান, পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক শাহেদ মোহাম্মদ ইমরান, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ওসমান সরওয়ার আলম চৌধুরী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কায়ছারুল আলম মুন্না চৌধুরী, শহর ছাত্রলীগ নেতা মনির হোসেন মনির প্রমুখ।

 

এর আগে জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি (২৮ জানুয়ারি) রবিবার ঢাকা থেকে বিমানযোগে দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার পৌঁছেন এবং সার্কিট হাউসে অবস্থান করেন। সেখান থেকে বিকাল ৩টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় যোগ দেন।

 

 

পূর্বকোণ/নীতিশ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট