চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

খুলশীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২৮ জানুয়ারি, ২০২৪ | ৪:১৭ অপরাহ্ণ

চট্টগ্রামের খুলশী থানাধীন ঝাউতলা এলাকায় অটোরিকশা চালক মো. বেলাল খুনের ঘটনায় মো. রায়হান (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তার মো. রায়হান খুলশী থানার ঝাউতলা নালাপাড়া আবহাওয়া অফিস এলাকার মো. আলীর ছেলে।

শনিবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ৩টার তাকে গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহ। তিনি বলেন, বেলাল খুনের ঘটনায় জড়িত রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও যারা জড়িত আছে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট