চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

আদার চরে তাফসিরুল কোরআন মাহফিল বাস্তবায়ন কমিটির সভা

অনলাইন ডেস্ক

২৮ জানুয়ারি, ২০২৪ | ৩:৫১ অপরাহ্ণ

লোহাগাড়ার কলাউজান ইউনিয়নের আদার চরে তাফসিরুল কোরআন মাহফিল বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সজিদে আলী মোহাম্মদ সোলাইমানে শনিবার ( ২৭ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সোবহানিয়া আলীয়া কামিল মাদ্রাসার শিক্ষক পীরজাদা আবদুল হাই।

 

সাংবাদিক ওমর ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্যবসায়ী ওসমান ফারুক, শ্রমিক নেতা মাস্টার সৈয়দ, ব্যাংকার রফিকুল ইসলাম, মাস্টার ইউসুফ, ব্যবসায়ী গোলাম রসুল, আদার চর তরুণ স্বপ্ন ছায়া পরিষদের উপদেষ্ঠা মো. সোহেল, সভাপতি হাফেজ বদিউল আলম, সাধারণ সম্পাদক মো. হেলাল, ক্রীড়া সম্পাদক মো. ইমন,  প্রচার সম্পাদক মো. সাইমুন, প্রবাসী মো. রিপন, মো. মাহফুজ প্রমুখ।

 

সভায় সর্বসম্মতিক্রমে মাহফিল বাস্তবায়নের জন্য সাংবাদিক ওমর ফারুককে আহবায়ক, মাস্টার ইউসুফ অর্থ সচিব ও মো. সোহেলকে সদস্য সচিব করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। সভায় জানানো হয় আগামী শনিবার (৯ মার্চ) এলাকাবাসী ও আদার চর তরুণ স্বপ্ন ছায়া পরিষদের যৌথ উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে।-বিজ্ঞপ্তি

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট