চট্টগ্রাম মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজে আছেন বাংলাদেশি ক্রু

আন্তর্জাতিক ডেস্ক

২৭ জানুয়ারি, ২০২৪ | ৯:২৭ অপরাহ্ণ

এডেন উপসাগরে ব্রিটিশ তেলবাহী ট্যাংকার জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। শুক্রবারের এই হামলার পর ‘মার্লিন লুয়ান্ডা’ নামের জাহাজটিতে আগুন লেগে যায়। ওই জাহাজে ছিলেন ২২ জন ভারতীয় ও একজন বাংলাদেশি ক্রু।

 

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই-এর খবরে এ তথ্য জানানো হয়েছে।

 

পিটিআই বলছে, জাহাজটির কাছ থেকে সাহায্যের আবেদন পাওয়ার পর দ্রুত সাড়া দিয়েছে ভারতের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ আইএনএস বিশাখাপত্তম। এখন এই যুদ্ধজাহাজটি তেলবাহী জাহাজের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

 

জাহাজাটির মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রাফিগুরা বলেছে, হুথিদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া জাহাজটির কোনও ক্রু হতাহত হননি। প্রতিষ্ঠানটি বলেছে, সামরিক জাহাজের সহায়তায় জাহাজের ক্রুরা এখনও আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ক্রুদের নিরাপত্তাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। জাহাজটিতে থাকা কোনও ক্রু হতাহত হননি।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন