চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় গরীব-দুঃখী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শুক্রবার (২৬ জানুয়ারি) জুমার নামাজের পর চকবাজার মিসকিন শাহ মাজার ও দেবপাহাড় জামে মসজিদ এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
এসময় সংস্থাটির চট্টগ্রাম জেলা ও মেট্রো ইউনিটের বিশেষ পুলিশ সুপার (এসপি) শাহনেওয়াজ খালেদ এবং সংস্থাটির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সিআইডি এসপি শাহনেওয়াজ খালেদ বলেন, তীব্র শীতে গরম পোশাকের অভাবে লোকজন কষ্ট পাচ্ছেন। তাই একটি পোশাক কারখানার সহায়তায় মানবিক দৃষ্টিকোণ থেকে এ কর্মসূচি পালন করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ করতে গিয়ে দেখা গেছে, ফুটপাতে থাকা লোকজন কম্বলের কারণেই বেশি কষ্ট পাচ্ছেন। তাই আমি সামর্থ্যবান সবাইকে কম্বল বিতরণ করে শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।
পূর্বকোণ/রাজীব/পারভেজ