চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

পাহাড়তলীতে ৫ মামলার আসামি ধরা

নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারি, ২০২৪ | ৮:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রামের পাহাড়তলীতে ছিনতাইয়ের মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি এসএম মিজান উল্লাহ সমরকন্দিকে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার মিজান সাতকানিয়ার পুরানগড় এলাকার মাওলানা ফরিদুল আলম সমরকন্দির ছেলে।

বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় পাহাড়তলী থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছাল।

তিনি জানান, বুধবার সন্ধ্যায় পাহাড়তলী থানাধীন এলাকা থেকে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আকবরশাহ, পতেঙ্গা, পাঁচলাইশ এবং সাতকানিয়া থানায় ৫টি মামলা রয়েছে। এর মধ্যে ছিনতাই মামলায় আদালত তার ওয়ারেন্ট জারি করে। গ্রেপ্তার আসামিকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট