চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চকরিয়ায় তিন ইউপি সদস্য পদে উপনির্বাচন ৯ মার্চ

চকরিয়া-পেকুয়া প্রতিনিধি

২৫ জানুয়ারি, ২০২৪ | ৪:৫৪ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়া উপজেলার তিন ইউনিয়ন পরিষদের ৩টি সাধারণ সদস্যপদে উপনির্বাচন আগামী ৯ মার্চ অনুষ্টিত হবে। তফসিল ঘোষণাপূর্বক এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা নির্বাচন অফিস।

ওয়ার্ডগুলো হচ্ছে, বদরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড, চিরিঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ও কৈয়ারবিল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড। ওই ওয়ার্ডের ইউপি সদস্যরা মৃত্যুবরণ করলে ওয়ার্ডসমূহের পদ শুন্য হয়।

বদরখালী ইউপি চেয়ারম্যান নূরে হোছাইন আরিফ বলেন, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুকন উদ্দিন খোকা সম্প্রতি সড়ক দুর্ঘটনায় মারা যায়। এতে ওই ওয়ার্ডের পদ শুন্য হয়। একইভাবে কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্যরা মৃত্যুবরণ করেন।

চকরিয়া উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ ইরফান উদ্দীন বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৩ ফেব্রুয়ারি, বাছাই ১৫ ফেব্রুয়ারি ও ভোটগ্রহণ ৯ মার্চ। এ উপলক্ষে যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে বলেও তিনি জানান।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট