চিত্রনায়ক আরিফিন শুভর ফেসবুক পাতায় প্রায়ই মাকে নিয়ে নানা আবদার ফুটে উঠত। শোবিজের কাজের ফাঁকে সুযোগ পেলেই মা খাইরুন নাহারকে নিয়ে ঘুরতে বের হতেন তিনি। তাকে নিয়ে নানা ধরনের গল্পও তুলে ধরতেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু মায়ের সঙ্গে আর এমন পাগলামিটা আর করতে পারবেন না মা পাগল এই নায়ক। কারণ তার পরম ভালোবাসার মানুষটি আর নেই।
বুধবার দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি।
মায়ের মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকাহত আরিফিন শুভ। বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে একটি আবেগঘন পোস্ট করেছেন এ নায়ক।
পোস্টে মা-ছেলের সুন্দর মুহূর্তের ছবিটি পোস্ট করে ক্যাপশনে শুভ লিখেছেন, ‘আমার মা আল্লাহর কাছে চলে গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ২১ জানুয়ারি দুপুরে মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে মা জীবনের শেষ যুদ্ধটা করেছে।’
তিনি লিখেছেন, ‘মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে সেটা শেষ হয়েছে ২৪ জানুয়ারি রাত ১১টা ৫৫ মিনিটে। বাদ ফজর ঢাকার কালোনী কেন্দ্রীয় জামে মসজিদ ও জামেউল উলুম মাদরাসা কমপ্লেক্সে জানাজা শেষে মাকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।’
সবশেষ ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে মায়ের জন্য দোয়া প্রার্থনা করে তিনি লিখেছেন, ‘এর আগেও আপনার সবাই আমার মায়ের জন্য দোয়া করেছেন এবারও আপনারা আমার মাকে দোয়ায় রাখবেন, ইনশাআল্লাহ।’
পূর্বকোণ/এসি