চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

কিশোর-কিশোরীর স্বাস্থ্যসেবায় এআই চ্যাটবট

অনলাইন ডেস্ক

২৪ জানুয়ারি, ২০২৪ | ৭:০৭ অপরাহ্ণ

সুস্বাস্থ্য ডট এআই নামে বাংলা মেডিকেল জিপিটি উদ্ভাবন করেছে স্বাস্থ্য-প্রযুক্তি স্টার্ট-আপ সিমেড হেলথ। এই প্ল্যাটফরম থেকে দেশের কিশোর-কিশোরীরা যৌন, প্রজনন, এবং মানসিক স্বাস্থ্য সমস্যার ব্যাপারে চ্যাটবটের মাধ্যমে পরামর্শ গ্রহণ করতে পারবে।

 

বর্তমানে বেটা পর্যায়ে থাকা চ্যাটবটটির পরিপূর্ণ ভার্সন সাধারণের ব্যবহারের জন্য শিগ্গিরই আইওএস, অ্যান্ড্রয়েড এবং ওয়েবে পাওয়া যাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুস্বাস্থ্য ডট এআই চ্যাটবটে কিশোর-কিশোরীরা তাদের বিভিন্ন যৌন, প্রজনন এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রশ্ন করতে পারবে এবং তাদের চাহিদা ও পরিস্থিতি অনুযায়ী বিশেষায়িত উত্তর বা সেবা পাবে। এ চ্যাটবটে বাংলায় টাইপ করে টেক্সটের মাধ্যমে প্রশ্ন করা যায়। ব্যবহারকারীর সুবিধার্থে ভয়েসের মাধ্যমে প্রশ্ন করলেও তা তাৎক্ষণিকভাবে বাংলা টেক্সটে প্রশ্ন হিসাবে আসে। প্ল্যাটফরমটিতে তথ্যের গোপনীয়তা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্থানীয় এবং আন্তর্জাতিক সব নিয়মাবলি মেনে চলা হয়।

 

সম্প্রতি এ চ্যাটবটের গ্রহণযোগ্যতা এবং নির্ভুলতা যাচাইয়ের লক্ষ্যে এক ভ্যালিডেশন কর্মশালা আয়োজন করে সিমেড হেলথ। কর্মশালায় অংশগ্রহণকারী অতিথিরা এটি ব্যবহার করে তাদের মতামত জানান। এতে উপস্থিত ছিলেন, সিমেড হেলথের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক খন্দকার আবদুল্লাহ আল মামুন, ড. ফারহানা সরকার সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং মঈনুল হক চৌধুরী সহ-প্রতিষ্ঠাতা ও ডেপুটি সিইওসহ সরকারের ডিজিএইচএস, ডিজিএফপি, এমআইএস, এটুআইয়ের প্রতিনিধি, বিভিন্ন যৌন ও প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, জাতিসংঘের সংস্থা (ইউনিসেফ, ডব্লিউএইচও, ইউএনএফপিএ)-এর প্রতিনিধি এবং অন্যান্য স্বাস্থ্য-সম্পর্কিত প্রতিষ্ঠান থেকে প্রতিনিধি এই কর্মশালায় অংশগ্রহণ করেন।

 

অধ্যাপক খন্দকার আবদুল্লাহ আল মামুন, বলেন ‘সবার জন্য সুষ্ঠু স্বাস্থ্যসেবা দিতে ডিজিটাল হেলথ অ্যাকাউন্ট ও এআই-এর একীভূতকরণ দরকার যাতে দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় সঠিকভাবে অবদান রাখা যায়, এবং এর শুরু হবে কিশোর-কিশোরীদের সুষ্ঠু স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মাধ্যমে’। তথ্যসূত্র: যুগান্তর

 

 

পূর্বকোণ/সাফা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট