ইউক্রেনের ৬৫ জন যুদ্ধবন্দি নিয়ে রাশিয়ার একটি সামরিক কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোড অঞ্চলে সকাল ১১টার সময় বিমানটি বিধ্বস্ত হয়েছে। এতে বিমানের ভেতর থাকা ৬৫ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দির মৃত্যু হয়েছেন।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আরআইএ। বার্তাসংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে, বিমানটিতে রুশ বাহিনীর হাতে বন্দি ইউক্রেনীয় সেনারা ছিল।
বেলগোরোদের আঞ্চলিক গভর্নর ভায়াচেসলাভ গ্লাদকোভ জানিয়েছেন, তিনি বিমান দুর্ঘটনা সম্পর্কে জানতে পেরেছেন। তবে তিনি বিস্তারিত কোনো কিছু জানাননি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতির তথ্য অনুযায়ী, আইএল-৭৬ মডেলের উড়োজাহাজটিতে ইউক্রেনের ৬৫ যুদ্ধবন্দি ছিল। ক্রু ছিল পাঁচজন। আর যুদ্ধবন্দিদের সঙ্গে ছিল তিন রুশ কর্মকর্তা। দুর্ঘটনায় সবাই নিহত হয়েছে।
বন্দি বিনিময় করতে ইউক্রেনের জিম্মিদের নিয়ে উড়োজাহাজটি রাশিয়ার ওই অঞ্চলে যাচ্ছিল।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রাশিয়া। দুর্ঘটনা বিষয়ে এখন পর্যন্ত ইউক্রেন কোনো মন্তব্য করেনি।
পূর্বকোণ/পিআর