কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ২ জলদস্যুর চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে পুলিশের আবেদনের প্রেক্ষিতে কুতুবদিয়া সিনিয়র জুড়িসিয়্যাল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাঈদীন নাঁহী এ আদেশ দেন।
রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলো- উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের পরান সিকদার পাড়ার আবু শামার ছেলে মো. মিজান (২৪) ও মিয়াজির পাড়ার আব্দু শুক্কুরের ছেলে আবু সুফিয়ান (২৮)।
বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা কুতুবদিয়া থানার উপ-পরিদর্শক (এস.আই) মোহাম্মদ ইস্রাফিল জানান, সঠিক তথ্য যাচাই-বাছাইয়ের জন্য গ্রেপ্তার ৪ জলদস্যুর ৭ দিনের রিমান্ড আবেদন করেছি। বিজ্ঞ বিচারক মামলার ১ ও ২ নাম্বার আসামির চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
উল্লেখ্য, কুতুবদিয়া উপকূলের জলদস্যু সর্দার ফরিদ আলম ওরফে (মিন্টু)’র নেতৃত্বে ৭/৮ জন জলদস্যু মাছ ধরার ট্রলারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল; এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের হায়দার আলী মিয়াজির পাড়া থেকে ৪ জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে রিমান্ড মঞ্জুর হওয়া দু’জনও রয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ