চট্টগ্রাম রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

লোহাগাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

লোহাগাড়া সংবাদদাতা

২০ জানুয়ারি, ২০২৪ | ৩:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরে ডুবে সিহান নামে সাড়ে তিনবছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সিহান পদুয়া ইউনিয়নের ২ নম্বর ওযার্ডের দরগাহ মুড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে।

 

শনিবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় পদুয়া ইউনিয়নের ২ নম্বর ওযার্ডের দরগাহমুড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতের চাচা জহিরুল ইসলাম পূর্বকোণকে জানান, সিহান দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল। কিছুক্ষণ পর শিশু সিহানকে দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি করতে থাকে। পরে শিশুটিকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনেরা। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট