চট্টগ্রাম রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

বান্দরবানে জিপ খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের, আহত ৮

বান্দরবান সংবাদদাতা

২০ জানুয়ারি, ২০২৪ | ১:৩৫ অপরাহ্ণ

বান্দরবানের রুমা উপজেলার বগালেক-কেওক্রাডং সড়কের দার্জিলিং পাড়ায় একটি জিপ গাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮ পর্যটক আহত হয়েছেন।

 

শনিবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

জানা গেছে, জিপটি পর্যটনকেন্দ্র কেউক্রাডং পাহাড় চূড়া থেকে পর্যটকদের নিয়ে রুমার উদ্দেশে যাচ্ছিল। পথে এটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। ঘটনার পর কেউক্রাডং সেনা ক্যাম্পের সেনা সদস্য, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযানে নামে। বর্তমানে হতাহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হচ্ছে। এছাড়া গুরুতর আহত পাঁচজনকে সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। হতাহতদের এখনো কোনো পরিচয় পাওয়া যায় নি। পর্যটকরা ঢাকা থেকে গতকাল বগালেকে বেড়াতে গিয়েছিল।

 

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতদের উদ্ধার করা হচ্ছে। আহতদের উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট