চট্টগ্রাম রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

উখিয়ায় পাহাড় কাটতে গিয়ে প্রাণ গেল যুবকের

উখিয়া সংবাদদাতা

২০ জানুয়ারি, ২০২৪ | ১:১৮ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় মুসলেম উদ্দিন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত মুসলেম উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাইন্যাশিয়া চাককাটা এলাকার নুরুল ইসলামের ছেলে।

 

শনিবার (২০ জানুয়ারি) ভোরে জালিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাসিম মাকেটের দক্ষিণ পাশের পাহাড়ে এ ঘটনা ঘটে।

 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, শনিবার ভোর সাড়ে ৫টায় স্থানীয় হেলাল কোম্পানির ডাম্পার ট্রাকে মাটি কাটতে গেলে হঠাৎ করে বড় একটি মাটির চাক মুসলেম উদ্দিনের উপর পর। এ সময় গাছের ধারালো শিকড় তার অণ্ডকোষের পাশে ঢুকে যায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট