চট্টগ্রাম রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

লোহাগাড়াসহ ১৫ উপজেলায় সাড়ে ২৪ লাখ স্মার্টকার্ড দেবে ইসি

অনলাইন ডেস্ক

১৭ জানুয়ারি, ২০২৪ | ১১:১৫ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়াসহ দেশের ১৫টি উপজেলায় ২৪ লাখ ৫৬ হাজার ৪০০ জনকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। জানুয়ারির ২৬ থেকে ২৮ তারিখের মধ্যে লোহাগাড়ায় কার্ড বিতরণ করা হবে।

 

আগামী ফেব্রুয়ারি মাসে আরও ১০টি উপজেলায় এই কার্ড বিতরণ করবে সংস্থাটি। এছাড়া, বন্ধ থাকা বিতরণ কার্যক্রমও ফের চালু করা হবে।

 

ইসি সূত্রগুলো জানিয়েছে, বরিশালের বাকেরগঞ্জ, কুমিল্লার সেনা নিবাস, দিনাজপুরের বিরামপুর ও সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২৩ থেকে ২৫ জানুয়ারি; চট্টগ্রামের লোহাগড়া, কিশোরগঞ্জের কটিয়াদী, নাটোরের লালপুর, ময়মনসিংহের ফুলবাড়ীয়া ও বাগেরহাটের চিতলমারীতে ২৬ থেকে ২৮ জানুয়ারি; ফরিদপুরের আলফাডাঙ্গা, পাবনার ভাঙ্গুড়া, সিলেটের বিয়ানীবাজার ও শরিয়তপুরের ডামুড্যায় ২৯ থেকে ৩১ জানুয়ারি এবং খুলনার ফুলতলা ও কুষ্টিয়ার ভেড়ামারায় ৪ থেকে ৬ ফেব্রুয়ারি স্মার্টকার্ড বিতরণ করা হবে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট