চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

মোহরা গ্রামার স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন

বিজ্ঞপ্তি

১৪ জানুয়ারি, ২০২৪ | ৩:১০ অপরাহ্ণ

চান্দগাঁও থানাধীন উত্তর মোহরা এলাকায় ‘মোহরা গ্রামার স্কুল’ প্রতিষ্ঠা করেছে মোহরা ফাউন্ডেশন। শনিবার (১৪ জানুয়ারি) রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ সালামের অর্থায়নে প্রতিষ্ঠিত বাংলা মাধ্যমের (ইংরেজি ভার্সন) এই স্কুল উদ্বোধন করেন ইনার হুইল ক্লাব অব সি কুইনের ট্রেজারার সাহেদা সালাম। প্রধান অতিথির বক্তব্যে সাহেদা সালাম বলেন, শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হিসেবে সবাইকে গড়ে উঠতে হবে। দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করার মাধ্যমেই জীবনের সফলতা নির্ভর করে। এ লক্ষ্য নিয়েই মোহরা গ্রামার স্কুল প্রতিষ্ঠা হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে এশিয়ান গ্রুপের নির্বাহী পরিচালক ও বিজিএমই’র প্রাক্তন পরিচালক খন্দকার বেলায়েত হোসেন বলেন, কোমলমতি শিশু যেন তার স্কুলকে নিজের ঘরের চেয়ে আপন মনে করে সেটাই হবে স্কুলের স্বার্থকতা। এতে বিশেষ অতিথি ছিলেন ফরিদা জাহান, খুরশীদা বেগম, কামরুন নাহার, শাহরীন শাফী ও এশিয়ান গ্রুপের নির্বাহী পরিচালক ও বিজিএমই’র প্রাক্তন পরিচালক খন্দকার বেলায়েত হোসেন।

বক্তব্য রাখেন সেলিনা হুদা, এমেন্ড বার্নাড, শাহরীন শাফী, রাশেদ।

উপস্থিত ছিলেন রাশেদুল ইসলাম, মো. গিয়াস উদ্দিন, নিলুফার আক্তার, নার্গিস আক্তার, উম্মে ফাতেমা নিশান, সুস্মিতা চৌধুরী, সুবাহা সালসাবিল, পাপিয়া দে প্রমুখ। বিজ্ঞপ্তি

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন