নগরীর সিমেন্ট ক্রসিংয়ে নিজ বাসভবনের ছাদ থেকে পড়ে সালাউদ্দিন বাবুল (৫০) নামে এক গৃহকর্তার মৃত্যু হয়েছে। রবিবার বিকেল ৩টায় বাসভবনের ছাদের রেলিং টপকে পাইপের কাজ করার সময় পা পিছলে ৫ তলা ভবন থেকে পড়ে তিনি মারা যান।
মৃত সালাউদ্দিন বাবুল সিমেন্ট ক্রসিং এলাকার বড়বাড়ি এলাকার আব্দুল মান্নানের ছেলে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসাইন বলেন, বিকেল ৩টা নাগাদ ভবনের ছাদ বাগানের পাইপের কাজ করার সময় ভুলবসত পা পিছলে নিচে পড়ে সালাউদ্দিন বাবুল নামের এক ব্যক্তির মৃত্যু হয়।
পূর্বকোণ/আরআর/পারভেজ