চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

বোয়ালখালীতে কালভার্টে ধাক্কা লেগে প্রাণ গেল বাইক আরোহীর

বোয়ালখালী সংবাদদাতা

১৩ জানুয়ারি, ২০২৪ | ১২:২৮ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে মোটরসাইকেল যোগে বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার পথে কালভার্টের সাথে ধাক্কা লেগে আবদুল্লাহ আল হোসাইন (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন।

 

শুক্রবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় কালুরঘাট-বেঙ্গুরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আবদুল্লাহ আল হোসাইন নগরীর পাঁচলাইশ থানা এলাকার মেডিকেল স্টাফ কোয়ার্টারে পরিবারের সাথে থাকতেন। তার বাড়ি কুমিল্লার চান্দিনা থানার মাইচখার ইউনিয়নে। তিনি মাইচখার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালেমসার হাজী বাড়ির মো. হুমায়ুন কবীরের ছেলে।

 

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন পাঁচলাইশ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান।

 

নিহতের চাচা মো. নজরুল ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে ১১টায় বোয়ালখালী উপজেলার সারোয়াতলীর বেঙ্গুরা এলাকায় আবদুল্লাহ তার এক বন্ধুর বাড়িতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় কালুরঘাট-বেঙ্গুরা সড়কের একটি কালভার্টের সাথে ধাক্কা লেগে সে গুরুতর আহত হয়। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে রেফার করেন। সেখানে নিয়ে গেলে দিবাগত রাত ৩টার দিকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট