চট্টগ্রাম রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চান্দগাঁওয়ে সাত জুয়াড়ি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

১২ জানুয়ারি, ২০২৪ | ৮:৫২ অপরাহ্ণ

নগরীর চান্দগাঁও থানাধীন বলির হাট খালাসি পুকুর পাড় এলাকা থেকে তাস ও নগদ টাকাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাতটার সময় চায়ের দোকান হতে জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির। 

 

তিনি জানান, চান্দগাঁও থানাধীন বলির হাট খালাসি পুকুর পাড় এলাকা থেকে তাস ও নগদ টাকাসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১০৪টি তাস ও  নগদ ছয় শ নব্বই টাকা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিএমপি অর্ডিন্যান্সের ৯৪ ধারায় প্রসিকিউশন দাখিল করা হচ্ছে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট